১৬ মার্চ, ২০২৪ ২২:২৩

গাজীপুরে আগুনের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি:

গাজীপুরে আগুনের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুরে আগুনের ঘটনায় দগ্ধ তৈয়বা (৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শিশুটির শরীরের  ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। 

শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত পোনে ৮ টার দিকে মারা যান। বিষয়টি নিশ্চিত করেন বার্ণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন ইমাম। 

একই ঘটনায় তার ভাই তাওহিদ (৭) সমপরিমাণ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

মৃতের খালু রিফাত বলেন, ঘটনার দিন, তার মা যখন বাসায় ইফতার নিয়ে ব্যস্ত, ঠিক ঐ সময়ে বাহিরে হৈ-চৈ শুনে ভাই বোন বাহিরে যায়। পরে ঘটনার শিকার হয়। 

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার অটোচালক সজলের সন্তান তৈয়বা। বর্তমানে টপস্টার এলাকায় থাকতো। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর