ঈদ পরবর্তী দক্ষিণবঙ্গের ২১ জেলার জনসাধারণের কর্মস্থলে নিরাপদে পৌঁছাতে ঢাকামুখী যানজট নিরসনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ওয়ারী বিভাগ ট্রাফিক ও ক্রাইম) প্রশাসনের সাথে যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪-এর সংসদ সদস্য ড. আওলাদ হোসেন ও ঢাকা-৫ এর সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা (সজল)।
দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পদ্মা সেতু পার হয়ে ঈদের পরে কর্মস্থল ঢাকায় পৌঁছাতে যেন ভোগান্তির সৃষ্টি না হয়, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে দোলাইরপাড় চৌরাস্তায় যানজটমুক্ত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ওয়ারী বিভাগ ট্রাফিক ও ক্রাইম) প্রশাসন অতিরিক্ত জনবল নিয়োগ করে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করতে সচেষ্ট থাকবে বলে ঘোষণা দিয়েছে।
এ ছাড়া পোস্তগোলা-দোলাইরপাড়-যাত্রাবাড়ী এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের জন্য পরিবেশবান্ধব পুলিশ বক্স নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই