ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। তার নাম ইকবাল হোসেন (৩২)। ঢামেক হাসপাতালে রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সকালে হাসপাতালে নেওয়া হয়েছিল।
এর আগে গত ১২ এপ্রিল রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২০ এপ্রিল ছাড়পত্র নিয়ে কারাগারে নেওয়া হয়। সেখানে তার অবস্থার আবারও অবনতি হলে সহকারী সার্জনের নির্দেশে কারারক্ষীরা তাকে পুনরায় সকালে হাসপাতালে নেয়।
ইকবাল হোসেন কুমিল্লা কোতোয়ালি উপজেলার চম্পক নগর গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে। তিনি কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে বন্দী ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল