ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ অবস্থায় কারাবন্দী এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম আজহার আলী (৬৫)। সোমবার সন্ধ্যা ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তবে তিনি কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।
এর আগে গত ১২ মার্চ অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক হাসপাতালে ভর্তি করেন আজহার আলীকে।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: মাসুদ মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল