রংপুর বিভাগের হিমাগার মালিকদের একতরফা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে রংপুর জেলা ও বিভাগীয় আলু চাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করা হয়।
পরে দুপুর ১টায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান অনশনরত আলু চাষিদের সামনে এসে তাদের বিষয়টি সরকারের কাছে তুলে ধরার আশ্বাস প্রদান করেন এবং পানি পান করিয়ে তাদের অনশন ভঙ্গ করান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মো. রোজাউল ইসলাম মিলন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফিসহ রংপুর জেলা ও বিভাগীয় আলু চাষি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই