শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
চাঁদা না দেওয়ায় পাউবোর বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণকাজ বন্ধ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) নির্মাণ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ জাতীয় চার নেতার ম্যুরাল। এরই মধ্যে কাজ শুরু করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সম্প্রতি সেখানে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ রেখেছেন স্থানীয় প্রভাবশালীরা। এ নিয়ে থানায় জিডিও করেছে পাউবো কর্তৃপক্ষ।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) রাজশাহীর অফিস ক্যাম্পাসের অভ্যন্তরে পরিচালন ব্যয় খাতের আওতায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণ কাজ করছে। ৭৯ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্প নির্মাণ করা হচ্ছে। একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে।
রবিবার সকাল ১১ টার সময় দলবল বেঁধে অজ্ঞাতনামা ২০-২৫ জন মধ্য বয়সী যুবক অফিসের নিরাপত্তা প্রহরীর (আনসার) নির্দেশনা অমান্য করে জোর করে অফিসের প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজসহ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণ কাজে কাজে বাধা দেয়। কাজ বন্ধ রাখতে শ্রমিকদের হুমকি দেয়। ভয়ে শ্রমিকরা নির্মাণকাজ বন্ধ রাখেন।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুকেশ কুমার বলেন, ‘রবিবার তারা জোর করে অফিসে প্রবেশ করে। এছাড়া কাজ বন্ধ করতে বলে। আমরা তখন বাহিরে সাইট ভিজিটে ছিলাম। পরে আমরা আসার পর তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় নির্মাণ শ্রমিকরা সারাদিন আর কাজ করেননি। এনিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, পাউবো কর্তৃপক্ষে অভিযোগের প্রেক্ষিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর