রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরোহী রাব্বি (২১) নামে এক যুবক।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পথচারীরা আহত অবস্থায় দু’জনকে দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে প্রেম নামে যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী স্বপন বলেন, ধোলাইপার মোড়ে মোটরসাইকেল সহ দুই জন সড়কে পড়ে ছিলেন। সেখানে পথচারীরা উদ্ধার করেন। পরে আহত অবস্থায় দু’জনকে দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে প্রেম নামে এক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাব্বি নামে অপর যুবক সামান্য আহত হয়েছেন।
স্বপন আরো বলেন, কোন যানবাহনে দুর্ঘটনার শিকার হয়েছেন তা জানতে পারেননি। নিহতের বাসা চকবাজার এলাকায় বলে জানা গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি তাৎক্ষণিক জোর করে নিয়ে যায় স্বজনরা।
বিডি-প্রতিদিন/বাজিত