রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দুই পক্ষের মারপিটের ঘটনায় নাসির বিশ্বাস (২২) ও মুন্না (২৩) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর কবরস্থান এক নম্বর গেটের পাশে ঘটনাটি ঘটে। তবে পুলিশ বলছে, দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জানা গেছে, আহতাবস্থায় নাসিরকে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। আর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মুন্নার মৃত্যু হয়। পুলিশ জানায়- নিহত দুজন একই পক্ষের।
নিহত নাসিরের বন্ধু মো. শাওন আহমেদ বলেন, আমি রায়ের বাজার এলাকায় ফোন ফ্যাক্সের ব্যবসা করি। শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে ঢাকা উদ্যানের দিকে যাচ্ছিলাম। এসময় নাসির এসে আমাকে বলে আমাকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে নামিয়ে দে। মোটরসাইকেল যোগে সাদেক খান কৃষি মার্কেট এলাকায় গেলে মারামারির ঘটনা দেখতে পাই। সেখান থেকে এক যুবক দৌড়ে এসে নাসিরের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। তখন নাসির মোটরসাইকেল থেকে নেমে কবরস্থানের দিকে দৌড় দেন। কিছু যুবক তার পিছু নিয়ে কবরস্থানের এক নম্বর গেটের পাশে নাসিরকে কুপিয়ে আহত করে চলে যান। আগে থেকেই কৃষি মার্কেট এলাকায় মারামারি চলছিল। তবে নাসিরকে কেন মারল সে বিষয়ে আমার কিছু জানা নেই।
মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, দুই পক্ষের মারপিটের ঘটনায় নাসির ও মুন্না নামে দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে একজনের ঢামেক হাসপাতালে মৃত্যু হয়েছে আর একজনের মৃত্যু হয়েছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। তবে নিহত দুই যুবক একই পক্ষের জানা গেছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে আগের কোনো বিরোধের জের ধরে শুক্রবার দুজনকে একসঙ্গে অপর পক্ষের লোকজন দেখতে পেয়ে তাদের কুপিয়ে হত্যা করেছে। এছাড়া নিহত মুন্নার নামে ছয়-সাতটি মামলার খবর পাওয়া যাচ্ছে। তবে বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ