ভিআইপি পরিবহনের আটকে রাখা ৩০ বাস ছেড়ে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। হাফ ভাড়া দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় এসব বাস আটকে রাখা হয়।
মঙ্গলবার দুপুরে বাস মালিক ও শিক্ষার্থীরা সমঝোতায় পৌঁছান। পরে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন। তিনি জানান, উভয়পক্ষের মীমাংসায় আটকে রাখা বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে, সকাল ১০টার দিকে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এক শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে ভিআইপি পরিবহনের ৩০টি বাস আটকে রাখেন শিক্ষার্থীরা। বাসগুলোকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে রাখা হয়। প্রায় দুই ঘণ্টা আটকে রাখার পর সেগুলো ছেড়ে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, হাফ ভাড়া নিয়ে ঢাকা কলেজের সাবিত নামে এক শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয় ভিআইপি পরিবহনের বাসের হেলপারের সঙ্গে। এক পর্যায়ে বাস থেকে নামার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন হেলপার।
এতে ওই শিক্ষার্থী হাত ও পায়ে আঘাত পান। পরে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে সহপাঠীকে ফেলে দেওয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওই পরিবহনের ৩০টি বাস আটক করেন।
বিডি প্রতিদিন/একেএ