রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে মোহাম্মদপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ক্যাম্পটিতে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছিল। সবশেষ বুধবার রাতেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সকালে ক্যাম্পের ভেতর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আহত হন ওমর ফারুক ও মো. লিটন নামে দুই যুবক।
তাদের দুই জনেরই পায়ে ও হাতে গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন