রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক ও রিকশার যাত্রী মারা গেছেন। নিহতদের একজন বেসরকারি ব্যাংকে কর্মরত দিদার এলাহী (৩৪) ও অন্যজন অজ্ঞাতনামা রিকশা চালক (৪০)।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াই মেডিকেল রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিদার এলাহী গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার বাইকা গ্রামের মো. আব্দুল ওয়াদুদ প্রামাণিকের ছেলে। বর্তমানে মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি মতিঝিলে একটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ছোট ভাই দিদার রব রিফাত জানান, তার বড় ভাই গ্রামের বাড়ি গাইবান্ধা থেকে ভোরে গাবতলীতে নেমে আরেক বাসে করে মাতুয়াইল আসেন। সেখান থেকে রিকশাযোগে মাতুয়াইলের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানিয়েছে, রিকশার পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশা চালক ও আরোহী দিদার এলাহী মারা যান।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম বলেন, নিহত দিদার এলাহীর মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। হার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানান, মাতুয়াইল মেডিকেল রোড দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক/ইই