বরিশাল নগরীর গড়িয়ার পাড় এলাকার পল্লী চিকিৎসক আব্দুর রহমান খান হত্যার রহস্য উদ্ধার ও দোষীদের বিচার চেয়ে ছেলে সমন্তান মারজানুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২২ সালের ৭ অক্টোবর দিবাগত রাতে গড়িয়ার পাড় বাজারে থাকা ফার্মেসি থেকে তার বাবা বাসার উদ্দেশে রওনা দেন। পরদিন সকালে বাসার অদূরে একটি গাছের নিচে দুই হাঁটুর মধ্যে মাথা গোঁজা অবস্থায় তার বাবা আব্দুর রহমান খানের লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে।
ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১০ অক্টোবর করা মামলার তদন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। পরে পুলিশ মামলার তদন্ত পিবিআইকে দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, পল্লী চিকিৎসক আবদুর রহমান খান হত্যাকাণ্ড একটি ক্লুলেস ঘটনা। মামলাটিও হয়েছিল অজ্ঞাতদের বিরুদ্ধে। পরে বাদী কয়েকজনের নাম দিয়েছেন। তবে সন্দেহের বসে তাদের গ্রেফতারও করা যাচ্ছে না। তাই তদন্ত করে কোনো ক্লু বের করে অপরাধী পর্যন্ত পৌঁছাতে হবে। এখনো কোনো ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি। আমরা আমাদের সাধ্যমতো কাজ করছি।
বিডি প্রতিদিন/এমআই