নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ২৬ অক্টোবরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার সৈয়দ মো. সফিন (সাফিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহনেয়াজ চৌধুরী, সহ-সভাপতি কাওছার মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাফাত মোর্শেদ শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুল করিম (গরিবুল্লাহ সেলিম), আবু কাওছার ভূঁইয়া, এডভোকেট এম আমিনুল ইসলাম মুনির, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট মহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পারভেজ ও আলী আশফাক রবিন, দফতর সম্পাদক আবুল হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম রিয়াদ, প্রচার সম্পাদক নাসির উদ্দিন (নাসির), শিক্ষা সম্পাদক পদে জিয়াউল করিম (সুহেল), সহকারী সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান (বাবুল) ও মুসলিম উদ্দিন চৌধুরী (সোহাগ) সহ-দফতর সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া, সহ-কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক জুমন আলী এবং নির্বাচিত হন। নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে পূর্বের এড-হক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির বাকি পদগুলো কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। নির্বাচন পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি। অন্যরা হলেন- সৈয়দ মোহাম্মদ শরিফ, অধ্যক্ষ এম এ মোনায়েম ও এডভোকেট আব্বাস উদ্দিন।
বিডি প্রতিদিন/আরাফাত