রাজধানীর বাড্ডার পূর্বাঞ্চল এলাকার একটি ফার্নিচার দোকান থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমেনা আক্তার (৩২)।
রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত আমেনা ভোলা সদর উপজেলার আবু কালামের মেয়ে। ঢাকায় তিনি বাড্ডা গুলশান মডেল টাউন এলাকায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম।
তিনি বলেন, পূর্বাঞ্চল ২৬ নম্বর লেনে একটি ফার্নিচারের দোকান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সেখানে রাতে একজন কর্মচারী থাকতেন। সেখানকার সিসি ক্যামেরা পর্যালোচনা করে দেখা গেছে রবিবার রাতে দোকান বন্ধ করে অন্যরা চলে যায়। পরে দেখা যায় রাত ৮ টা ১৩ মিনিটের দিকে ওই নারীকে নিয়ে ওই কর্মচারী ভিতরে প্রবেশ করেন। পরে সেখান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ওই কর্মচারীকে রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় জানা গেছে। তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। স্বজনদের পাওয়া গেলে জানা যাবে তাদের মধ্যে কী সম্পর্ক ছিল।
বিডি প্রতিদিন/একেএ