নারায়ণগঞ্জে পাখিদের জন্য ছাত্রদলের নেতাকর্মীরা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তারা পাখিদের জন্য সরকারি তোলারাম কলেজ সহ বিভিন্ন জায়গায় মাটির পাত্র ও খাবারের ব্যবস্থা করেছেন। সেই সাথে জেলা শহরের বিভিন্ন জায়গায় এই কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত সরকারি তোলারাম কলেজ ও চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের বিভিন্ন গাছে এই মাটির পাত্র ও খাবারের ব্যবস্থা করেছেন তারা।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজ ছাত্রদল নেতা ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. জয়, ইয়াসিন ভুইয়া, সাকিব আহমেদ, মামুন, সিয়াম, শান্ত, নাজমুল, রাব্বি, মহাসিন, মাইনুল, নাফি, আশরাফুল ও নয়ন।
এ বিষয়ে ছাত্রদল নেতা জয় বলেন, শহরের বিভিন্ন জায়গায় আমরা পাখিদের জন্য এই আয়োজন করেছি। আমাদের এরকম কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় মানবিক বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। পরিবেশের ভারসাম্য যেন সুন্দর থাকে পাখিরা যাতে বিচরণ করে পরিবেশকে সুন্দর রাখতে পারে সেজন্যই ছাত্রদলের পক্ষ থেকে সরকারি তোলারাম কলেজসহ বিভিন্ন জায়গায় আমরা পাত্র স্থাপন করেছি।
সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম বলেন, যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় এটা খুবই ভালো উদ্যোগ।
বিডি প্রতিদিন/জামশেদ