নামের মিল থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় এক ফটো সাংবাদিককে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। প্রায় পাঁচ ঘণ্টা আটক রাখার পর তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কাকরাইল থেকে তাকে আটক করে ডিবি। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে মুচলেকা নিয়ে ডিবি কার্যালয় থেকে সহকর্মীদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ওই ফটো সাংবাদিকের নাম মেহেদী হাসান সাগর। তিনি ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের ফটো সাংবাদিক।
দিবাগত রাত রাত পৌনে ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন ডিবির লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মামুন। তিনি বলেন, মেহেদীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে, সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান সাগরকে গ্রেফতারের কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তখন তিনি বিজ্ঞপ্তিতে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শাহবাগ থানার ওই মামলার ১৩৪ নম্বর আসামির নাম মেহেদী হাসান সাগর। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক।
আবার আটক ফটো সাংবাদিক মেহেদী হাসান সাগরও একই ছাত্র সংগঠনের একই কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ