বাবুগঞ্জের মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতিসহ উন্নয়নের নামে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। অধ্যক্ষ প্রনব কুমার বেপারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৫ আগস্ট শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
এ ঘটনার প্রেক্ষিতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ৬ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে। সম্প্রতি ওই কমিটি তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছে। তদন্ত কমিটি তার বিরুদ্ধে সাতটি দুর্নীতির প্রমাণ পেয়েছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে বরাদ্দ পেতে চিঠি পাঠানোর অভিযোগ রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ২০০৫ সালে চন্দ্রদ্বীপ হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন প্রনব কুমার বেপারী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অধ্যক্ষ হন তিনি। এরপর থেকে শুরু করেন ক্ষমতার দাপট। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাট, স্বজনপ্রীতি, শিক্ষার্থী নির্যাতনসহ নানা অপকর্ম করেছে প্রনব কুমার বেপারী।
অভিযোগের বিষয়ে জানার জন্য প্রনব কুমার বেপারীর কাছে কল করা হয়। বিষয়টি শুনে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বিডি প্রতিদিন/এমআই