রাজধানীর সবুজবাগ থানা এলাকায় যৌথ অভিযানে গাঁজা উদ্ধারসহ চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-তানিয়া খাতুন (৪৫), বাদশা (৪৫), ময়নাল (৭০) ও শুভ (১৯)।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজকে সবুজবাগ থানাধীন ওহাব কলোনি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ওহাব কলোনি এলাকায় গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে সবুজবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথদল অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী তানিয়া খাতুন রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী থানার ২০টি মাদক মামলার এজাহারনামীয় আসামি।
বিডি প্রতিদিন/এমআই