গাজীপুরের টঙ্গীতে গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বিকাল তিনটায় টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় একটি শাখা সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে ওই এলাকার একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় তা বন্ধের দাবি জানিয়ে কারখানা ফটকে তালা দেওয়ার চেষ্টা করে। এ সময় কারখানার শ্রমিক ও স্থানীয়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা গ্যাস সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন। গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়ে একাধিক বার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের টঙ্গীর আঞ্চলিক কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ জানালেও কোনো সুফল মেলেনি। গ্যাস ব্যবহার না করেও প্রতিমাসে তিতাসকে বিল পরিশোধ করতে হচ্ছে যা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
এলাকাবাসীর দাবি ওয়াশিং ও ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় এলাকাবাসী গ্যাস পাচ্ছে না। তাই এসব অবৈধ সংযোগ বন্ধের দাবি জানান তারা।
এ ব্যাপারে টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্রের প্রকৌশলী মেজবাউর রহমান বলেন, অবৈধ সংযোগ বন্ধের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো কারখানার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল