রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম পচা (৫০) ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী বিপুল সরকারও (৪৬) আছেন।
সোমবার বিকালে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার অন্যান্যরা হলেন- আল আমিন জয় (২৬), আনারুল হক (৪৫), আতিকুর রহমান (২৬), মজিবর রহমান (৬০), রবিউল ইসলাম রবিন (২৯), আলমগীর হোসেন (৩৫), রাকিব হোসেন (৩০), মো. সজিব (২২), সাব্বির হোসেন আলিফ (২৩), মো. এনামুল (৩৯), তানজিদ ইসলাম সোহান (২৩) ও তাসনিমুল নাঈম (২৭)।
মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা