রাজধানীর রামপুরায় বাউন্ডারি দেওয়াল ধসে চাপা পড়ে মো. জিসান ভুঁইয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে রামপুরা টিভি সেন্টার রোড কুঞ্জঘর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মৃতের মামা নয়ন রাজ বলেন, আজ সকালের মায়ের সঙ্গে চা আনতে গিয়েছিল জিসান। এসময় আনিসের রিকশার গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় ওই পুরাতন বাউন্ডারি দেয়াল ধসে চাপা পড়ে জিসান গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু বলেন, রামপুরা টিভি সেন্টার রোডে একটি গ্যারেজের বাউন্ডারি দেওয়ালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেওয়ালের কিছু অংশ ধোসে তার গায়ে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত জিসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কটি চমনি উপজেলার সিমরাইল কাঠি চর গ্রামের ভ্যানচালক মিরাজ ভুঁইয়ার ছেলে।
বর্তমান রামপুরা টিভি সেন্টার রোডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।
বিডি প্রতিদিন/আরাফাত