আলোচিত যুবলীগ নেতা সম্রাটের অন্যতম সহযোগী মো. ফাহিমকে গ্রেফতার করছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
শনিবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফাহিম টঙ্গীর ৪৪ নং ওয়ার্ড সাতরং এলাকার মৃত উকিল উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে যুবলীগ নেতা সম্রাটের অন্যতম সহযোগী মো. ফাহিম রাজধানীর শাহজাহানপুর এলাকায় অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই উৎপল ও মাহবুব ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ফাহিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকে ফাহিম পলাতক ছিলেন। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলার আসামি।
বিডি-প্রতিদিন/বাজিত