রাজধানীর হাজারীবাগে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল্লাহ নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাড়া বাসার সামনে হাজারীবাগ বসিলা ওঁয়াচপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মুদি দোকানি আউয়াল হাওলাদারের ছেলে। দুই ভাই, এক বোনের মধ্যে সে ছিল ছোট।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সকালে শিশুটি বাসার অদূরে খেলাধুলার সময় একটি প্রাইভেটকারের ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রাত ১০টার দিকে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই