জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার বিকালে এ কর্মসূচি পালন করা হয়।
নগরীর রেলগেট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক শফিউল্লাহ, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী মহানগর সভাপতি শিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুল্লা মোহায়মেন, জেলা পশ্চিমের সভাপতি রমজান আলী। এসময় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই