রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে।
দুর্ঘটনার সময় তার পরনে ছিল সাদা চেক ফুল হাতা শার্ট ও চেক লুঙ্গি।
বৃহস্পতিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গুরুতর আহতাবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মেহেদী হাসান হৃদয় বলেন, রাতে ট্রেন কমলাপুরের দিকে যাচ্ছিল। এসময় অপর একটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে আসছিল। সেখানে যেকোনও একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি রাস্তায় পড়েছিল। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ