সার্কভুক্ত দেশগুলোর দরিদ্র হোমবেইজড ওয়ার্কারদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সার্ক বিজনেস অ্যাসোসিয়েট অব হোম বেইজড ওয়ার্কারস বাংলাদেশ (সাবাহ্)।
ইতিপূর্বে প্রায় ১৪ হাজার নারী উপকারভোগী থাকলেও বর্তমানে চারশত নারী সংযুক্ত হয়ে নিজেদের উন্নয়নে সংগঠনের সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। শুক্রবার ঢাকায় আগারগাঁও পিকেএসএফ ভবনে সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাবাহ্ বাংলাদেশ-এর চেয়ারপারসন ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সাবাহ্ সাধারণ সভা-২০২৪ এর অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি, সাবেক সচিব, পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকার, চাটার্ড অ্যাকাউন্টেন্ড প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় সাবাহ্ পরিচালনা পর্ষদ নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন পর্ষদ গঠিত হয়। এতে নির্বাচন কমিশনার ছিলেন এফসিএ মোশাররফ হোসেন মৃধা।
সাবাহ্ ঢাকায় একটি ট্রেড ফ্যাসিলিটিশন সেন্টারসহ দেশের বিভিন্ন স্থানে ১৬টি কমিউনিটি ফ্যাসিলিটেশন সেন্টার পরিচালনার মাধ্যমে হাতে তৈরি উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় করে থাকেন। সাবাহ্ নারীদের আয় বৃদ্ধিতে দেশ-বিদেশে তাদের উৎপাদিত পণ্য বিপননে সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি ও আর্থিক ব্যবস্থাপনায় সহযোগিতাসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে।
বিডি-প্রতিদিন/শআ