রাজশাহীতে জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাজন আহমেদ (২২) মহানগরীর পবা থানার দাদপুর এলাকার রেজাউল করিমের ছেলে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত পৌনে ১টায় নগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করছিল। এসময় তারা জানতে পারে, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় কয়েকজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। পরে ডিবি অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেফতার করে। আসামি রাজনের কাছ থেকে ৫০ হাজার জাল টাকা উদ্ধার হয়।
বিডি প্রতিদিন/এমএস