রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত এক নারী মারা গেছেন। মৃতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৩০) বছর।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান ওই নারী।
সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বুধবার (৪ ডিসেম্বর) রাতে খিলগাঁও বাগিচা এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত