বরিশালের মুলাদীতে মাহেন্দ্র উল্টে চাঁপা পড়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার কাজিরচর প্যাদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুলাদী থানার ওসি জানিয়েছেন।
নিহত ড. মো. ফরহাদ হোসেন (৫০) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) উপ-সচিব। তিনি মুলাদী সদর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল কাদেরের ছেলে।
মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, চরলক্ষ্মীপুর গ্রামের নন্দীর বাজারে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপসচিব ড. মো. ফরহাদ হোসেন। মাহফিলে যোগ দিতে বিকেলে মুলাদীর উদ্দেশ্যে রওনা দেন। মীরগঞ্জ থেকে খেয়া পাড় হয়ে একটি থ্রি-হুইলারে গ্রামের বাড়ীতে যাচ্ছিলেন। তিনি চালকের পাশের আসনে বসেন। থ্রি-হুইলারটি প্যাদারহাট বাজার এলাকায় পৌঁছুলে একটি কুকুর সামনে পড়ে। কুকুরটিকে বাঁচাতে চালক থ্রি-হুইলার ব্রেক করে। এতে থ্রি-হুইলার উল্টে গিয়ে নিচে চাপা পড়েন উপসচিব। তখন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর চালক পালিয়েছে। থ্রি-হুইলারে থাকা অপর দুই নারী যাত্রী আহত হয়েছে। তবে গুরুতর নয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ