রাজধানীর কদমতলীর দক্ষিণ ধনিয়ায় পারিবারিক কলহে মো. তানজিল হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার ভোরে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
তানজিল হোসেন চাঁদপুর উত্তর মতলব মধ্য হাজিপুর গ্রামের মো. নবী হোসেনের ছেলে। সে বর্তমানে কদমতলীর দক্ষিণ ধনিয়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সে একটি হোটেলের বয় হিসেবে কর্মরত ছিল।
জানা গেছে, স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। পরে সকাল সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আকতারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দাম্পত্য কলহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তানজিল হোসেন। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত