বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে এবং দেশের পরিবেশ স্বপক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ৩৫টি সংগঠনের সহযোগিতায় পলিথিন প্লাস্টিকে বিপন্ন পরিবেশ: সংকট সমাধানে করণীয়-শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৯টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত রাজধানীর পাট গবেষণা ইনস্টিটিউটে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞবৃন্দ প্রবন্ধ উপস্থাপক ও আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুশি কবির, সহ-সভাপতি, বাপা।
কর্মশালার বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, সহ-সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কর্মশালার বিষয়বস্তু উপস্থাপন করেন, অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সঞ্চালনা: হাসান ইউসুফ খান, সদস্য সচিব, পলিথিন প্লাস্টিক ও বিপদজনক রাসায়নিক দূষণ সংক্রান্ত কমিটি, বাপা এবং স্বাগত বক্তব্য রাখেন আলমগীর কবির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
কর্মশালায় ৪টি কারিগরি অধিবেশনের ১. প্রযুক্তি ও উদ্ভাবন ২. নিরাপদ বিকল্প পণ্যের বাজার অভিগম্যতা ৩.আইন ও বিধি-বিধান, ৪. জনসচেতনতা ও উত্তম অনুশীলন বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে: প্রকৌশলী তানভীর হোসেন, হেড, টেকনিক্যাল, গ্রীন আর্থ টেকনোলজি, ড. তারিক হোসেন, প্রাক্তন পরিচালক, বিজেআরআই, ঢাকা, সিইও, গ্রীন আর্থ কটেজ ইফতেখাইরুল হক, স্বত্ত্বাধিকারী ইন্টার লিংক ইন্টারন্যাশনাল, আফরিন মাহবুব, প্রোগ্রাম অ্যাসোসিয়েট, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সাইফুল আলম পাইকার, প্রধান নির্বাহী, কার্বন এসেট ডেভেলপার, এডভোকেট এস হাসানুল বান্না লিগ্যাল কো-অর্ডিনেটর, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার, যুগ্ম সম্পাদক, বাপা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যাপস এবং নওশীন নায়লা, রিসার্চ অ্যান্ড ক্যাম্পেইন অ্যাসোসিয়েট, এসডো প্রমুখ।
অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ এস এম আবদুল হাসিব, বিভাগীয় প্রধান, ন্যানো ম্যাটেরিয়ালস ও সিরামিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট, অধ্যাপক ড. সোয়েব আহমেদ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট, ড. মনিরুল হাসান অধ্যাপক, বায়োটেকনলজি বিভাগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, স্বপন কুমার রায়, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল, মোসলেম উদ্দিন, পরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা, সৈয়দ আহমেদ সজল, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মঞ্জুরুল করিম, সহকারী পরিচালক (রসায়ন) মানবিভাগ, বিএসটিআই, অধ্যাপক মাশহুরা শাম্মী, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাবি এবং ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, পিআইবি প্রমুখ।
সেশনগুলোতে সভাপত্বি করেন যথাক্রমে অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, সহ-সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সৈয়দ তাসনিম মাহমুদ, সিইও, গ্রীনবাড, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, চেয়ারম্যান, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢা.বি ও সহ-সভাপতি, বাপা।
সম্মিলিত ও সমাপনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ড. শাহরিয়ার হোসেন সাধারণ সম্পাদক, এসডো।
কর্মশালায় বক্তারা বলেন, স্বাস্থ্যের পাশাপাশি আমাদের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে প্লাস্টিক। এর জন্য দেশের মানুষকে ব্যাক্তিগত ও রাষ্ট্রিয়ভাবে সচেতনতা তৈরি করতে হবে। কর্মশালায় অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান বলেন, স্বাস্থ্যের পাশাপাশি আমাদের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে প্লাস্টিক। প্রকৌশলী মোসলেম উদ্দিন পরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বলেন, "পাটের তৈরি ব্যাগ কিংবা বিকল্প পদ্ধতি ব্যবহারে উৎসাহ করতে জাতীয় নীতিমালায় অন্তর্ভুক্তকরণ করতে হবে।"
বিডি প্রতিদিন/আরাফাত