মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় মিছিল করেছে সাভার পৌর বিএনপি। সোমবার বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মো: সালাউদ্দিন বাবু’র পক্ষে বিজয় মিছিলে নেতৃত্ব দেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: নজরুল ইসলাম।
সাভার পৌর বিএনপির নেতা-কর্মীরা বিজয় মিছিলে অংশ নেন। মিছিলটি সাভার ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাভার পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির কর্মসূচিতে যোগদান করেন।
বিডি প্রতিদিন/নাজমুল