নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নানা আয়োজন করা হয়।
এসময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, সরকারি কমিশনার (ভূমি) তরিকুল আলম, সহকারী কমিশনার (ভূমি) পূর্বাচল সার্কেল ওবায়দুর রহমান সাহেল, সহকারি পুলিশ সুপার 'গ' সার্কেল মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, নারায়নগঞ্জ জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, মো. হালিম ভূইয়া প্রমূখ।
এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির নেতাকর্মীদের নিয়ে একটি বিজয় র্যালিও বের করেন। এদিকে আয়োজিত বিজয় মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বিডি প্রতিদিন/হিমেল