জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন আয়োজিত আলোচনা সভায় আলোচকরা মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে অসাম্প্রদায়িক দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
বক্তারা বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে সারা দুনিয়ার শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় অরাজকতা ও নৈরাজ্যে, অস্থিরতা বিরাজমান। শিক্ষাকে স্ব স্ব দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখার কারণে বাংলাদেশে দক্ষ ও অসাম্প্রদায়িক বিজ্ঞানমনস্ক জনগোষ্ঠী গড়ে ওঠেনি। এরই ভেতর চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তন শিক্ষা ক্ষেত্রকে আরও জটিল করে তুলেছে। সকল রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে শিক্ষানীতি পরিবর্তন পরিমার্জন শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণয়ন না করলে বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হবে।
আজ সোমবার সংগঠনটির মোহাম্মদপুর থানা শাখা আয়োজিত বিজয় দিবস উপলক্ষে তাজমহল রোডে মিনার মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
থানা শাখার আহ্বায়ক ড. তারিকুজ্জামান সুদানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক শিক্ষাবিদ অধ্যাপক জোবাইদা নাসরিন কণা, বিশিষ্ট চিকিৎসক ডা. মিলন কিবরিয়া, জাতীয় কমিটির, জাতীয় কমিটির সদস্য সচিব রুস্তম আলী খোকন, নাজমুল হাসান খান, সাজ্জাদ হোসেন রতন, ইঞ্জিনিয়ার সারোয়ার আলম, রাকিব আহমেদ সুমন, সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত/ডিই