রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় রাস্তা পার হওয়ার সময়ে কাভার্ট ভ্যানের চাপায় এক বৃদ্ধ ও এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
তৎক্ষাণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত পুরুষের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। আর নারীর পরনে ছিল কালো বোরখা। ধারণা করা হচ্ছে তারা স্বামী স্ত্রী। তাদের মধ্যে পুরুষের বয়স আনুমানিক ৭০ বছর, নারীর বয়স ৬০ বছর।
এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার হোসেন। ঘটনাস্থল ঘুরে স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘কাজলা পেট্রলপাম্পের অদূরে পকেট গেইট দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে কাভার্ট ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বৃদ্ধা ঘটনাস্থলে প্রাণ হারান। তার মরদেহ মিডর্ফোড হাসপাতালে রয়েছে। আর বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এসআই কাউছার হোসেন আরও জানান, পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, নিহত দুইজন স্বামী স্ত্রী হতে পারেন। কাভার্ট ভ্যানটিকে শনাক্তসহ নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ