রাজধানীর মহাখালীতে সাততলা বস্তি এলাকায় দুই তলা একটি ভবনে আগুন লাগার পর তা নিভিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার বিকাল সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট সেখানে পাঠানো হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান।
তিনি বলেন, “ভবনটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। ৪টা ৪৯ মিনিটের দিকে তা নিভিয়ে ফেলা হয়।”
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ