নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে মতবিনিময় সভায় এই সম্মাননা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘যাঁদের ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি তাদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। মুক্তিযোদ্ধারা হলেন দেশের সূর্য সন্তান। স্বাধীনতার সময় চরমোনাই মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প।’
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, ‘এই প্রথম আমরা কোন ইসলামী দলের পক্ষ থেকে সংবর্ধনা পেলাম। যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আলতাফ হোসেনসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ