রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় আরিফ হোসেন (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ডেমরার সুলতানা কামাল ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরিফ হোসেন দক্ষিণ বনশ্রীতে এবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক, পাশাপাশি সিঙ্গারের মালামাল সার্ভিসিং ও মেরামতের কাজ করতেন।
এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা বেগম। তিনি বলেন, ‘শনিবার বিকালে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় লেগুনাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
নিহতের বড় ভাই শরিফ হোসেন বলেন, আরিফ দুইদিন আগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়িতে সপরিবারে বেড়াতে গিয়েছিল। সেখানে পরিবারকে রেখে শনিবার দুপুরে ঢাকার দক্ষিণ বনশ্রীর বাসায় ফেরার পথে ডেমরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত হাবিব রহমানের ছেলে আরিফ। বর্তমানে দক্ষিণ বনশ্রীতে পরিবার নিয়ে থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন মেঝো। অনাব্বিয়া ইসলাম নামের সাত বছর বয়সী এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ