রাজধানীর পল্টনে একটি বাসার গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। লিমা আক্তার (১৬) নামের ওই গৃহকর্মী ছাদ থেকে পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন বাসার মালিক।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়। এরপর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পল্টন থানা উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন শেখ বলেন, ‘আমি অন্য একটি কাজে ঢাকা মেডিকেলে এসেছিলাম। পরে বিষয়টি জানতে পারি। তারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাচ্ছে না। এই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফ্ল্যাট মালিক খায়রুল কবির খান ও তার ছেলে মার্জিম কবির খান রাফিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হবে। তবে ওই গৃহকর্মীর নাম ছাড়া এখন পর্যন্ত কোনো ঠিকানা-পরিচয় পাওয়া যায়নি।’
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। ওই ভবনে এসে আমরা সিসি ফুটেজগুলো চেক করছি। ঢাকা মেডিকেলে আমাদের একজন এসআই রয়েছেন।’
বিডি প্রতিদিন/আরাফাত