বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ পাওয়া শ্রমিকরা বেতন কম পাওয়ায় বিক্ষোভ করেছে।
রবিবার দুপুরে নগর ভবনের প্রবেশ গেট আটকে হিসাব শাখায় গিয়ে বিক্ষোভ করে। পরে আগামী মাসে পরিশোধের শর্তে কর্মসুচি স্থগিত রাখে শ্রমিকরা।
শ্রমিক কৃষ্ণ লাল বলেন, আগে আমাদের প্রতিমাসে বেতন হতো ১৪ হাজার তিনশ টাকা। কিন্তু এ মাসে বেতন দিয়েছে ১২ হাজার ৯০ টাকা। বেতন কম দেয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।
সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জমাদ্দার এবং শ্রমিক কামরুল জানান, তারা মাসের ৩০ দিন কাজ করেন। রেজুলেশন অনুযায়ী তাদের ২৬ দিনের বেতন দেওয়ার কথা। কিন্তু গত দুই মাসের মধ্যে এক মাস তাদের বেতন দেওয়া হয়েছে। তাও আবার ২২ দিনের দিয়েছে। বাকি চার দিনের বেতনের জন্য বিক্ষোভ করেছেন। ডিসেম্বর মাসের বেতনে পরিশোধ করার শর্তে কর্মসূচি স্থগিত করেছেন।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বাইরে যারা কাজ করে তাদের ২৬ দিন ও নগর ভবনের শ্রমিকদের ২২ দিনের বেতন। বিষয়টি অনেকে বুঝতে পারেনি। তাই শ্রমিকরা নগর ভবনে এসেছিলো। তাদের বিষয়টি বুঝানোর পর চলে গেছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, ডিসেম্বরে বেতন দেওয়ার সময় ওই দুই মাসের বাকি চার দিনের বেতন সংযুক্ত করে দেওয়ার আশ্বাসে শ্রমিকরা চলে গেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন