ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দোলন কান্তি বড়ুয়াকে সভাপতি, সেবক কুমার রায়কে কার্যকরী সভাপতি ও মো. জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের কার্যকরী সভাপতি সেবক কুমার রায়ের সভাপতিত্বে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় নতুন এই কমিটি গঠন করা হয় বলে সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির অন্যারা হলেন- সহ-সভাপতি মো. শাহিন শাহ্, রফিকুল ইসলাম রঞ্জু ও রনজিত সাহা রতু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান ও মো. আবুল খায়ের শাহিন, কোষাধ্যক্ষ নিকাশ দেব, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক ডালিম, দপ্তর সম্পাদক মো. আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সোলাইমান শেখ, সমাজ কল্যাণ সম্পাদক- সনজীব সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফেরদৌস হোসেন এবং কার্যকরী সদস্য ইউসুফ সিদ্দিকী ইমন।