রাজধানীর যাত্রাবাড়ীতে নিহত হওয়া যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম জসিম মোল্লা (৩৮)। তিনি পেশায় ভাড়ায় ব্যাটারি চালিত রিকশাচালক ছিলেন। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বজুরডাঙ্গি গ্রামের মৃত খবির মোল্লার ছেলে। বর্তমানে ধলপুর কোলেস্টোর গলিতে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি।
ছোট ভাই বাবু মোল্লা বলেন, তার ভাই জসিম গত সোমবার সন্ধ্যায় ছেলে বিল্লালকে নিয়ে মোবাইল সারতে বের হয়। এর আগে ঐ এলাকার কোন এক জন, তাকে ফোন দিয়ে ডেকেছিল।
ছেলেকে নিয়ে যাওয়ার পথে দয়াগঞ্জ গুণ্ডি ঘর এলাকায় তিন চার জন যুবক তাকে ডেকে নেয়। ছেলে সঙ্গে থাকায়, তারা বারবার বলে ছেলেকে বাসায় পাঠিয়ে দাও, জসিমের সাথে আমাদের কথা আছে, সেখানে এসব কথা বলিছেন গেসু নামে এক বালি ব্যবসায়ী।
পরে ছেলে বিল্লালকে রিকশায় করে পাঠিয়ে দিয়েন। পরে তারা প্রায় ১০/১২ জন তাকে (জসিম) পাশের একটি নিয়ে যাচ্ছিলেন। এসব তথ্য জানিয়েছেন নিহতের ছেলে বিল্লাল।
সে আরও জানিয়েছেন, তার বাবা রাত বারোটার দিকে ফোন করে ছেলে পৌঁছানোর সংবাদ নিশ্চিত হন। তারপর থেকেই ফোন বন্ধ পাওয়া যায়। তার জসিমের আর কোন খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে পুলিশের মাধ্যমে খবর পেয়ে আজ বুধবার সকালে ঢামেক মর্গে এসে মরদেহ দেখতে পাই। পরে পুলিশের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ