সাভারের পুলিশ টাউনের সামনে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার রাত আড়াইটার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন লাগে। পরে ওই আগুন আরও একটি বাস ও ট্রাকে ছড়িয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মরদেহগুলো সাভার হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ম্যানেজার মেহেরুল গণমাধ্যমকে বলেন, রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
সাভার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, দুর্ঘটনায় দুইটি বাস, একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স পুড়ে গেছে। মরদেহগুলো থানায় রাখা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/কেএ