জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে বরিশাল নগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু বলেন, ফ্যাসিবাদের সংবিধান আমরা মানি না। ফ্যাসিস্ট তৈরির যে সংবিধান রয়েছে, সেটিকে আমরা অবৈধ ঘোষণা করতে চাই এবং সেটিকে বাদ দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন করে সংবিধান ঘোষণা আমাদের দাবি।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে আমরা একটি ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। গুম, খুন, অন্যায়-অবিচারের একটি প্রথা গত ১৬ বছর ধরে চলে আসছিল। সেই ১৬ বছরের অবসান ঘটিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল ধরনের মানুষ। এই আন্দোলনে দুই হাজার মানুষ শহিদ হয়েছে। প্রায় অর্ধলক্ষ মানুষ এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের অনেকেরই হাত নেই, পা নেই এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এই মানুষগুলোর একটি স্বীকৃতি প্রয়োজন এবং এই লড়াইয়ে যারা আমরা রাজপথে ছিলাম আমরাও মনে করি আমাদের একটা স্বীকৃতি দরকার। আমরা মনে করি এই স্বীকৃতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা ঘোষণা করবেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহবায়ক শহিদুল ইসলাম সাহেদ, মুখপাত্র ইসরাত জাহান মায়া, শাহাদাত ইসলাম হোসাইন আল সোহানসহ জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ