রাজধানীর বাংলামোটর এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. রবিন বেপারী (৩৫) নামের এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়।
রবিন বেপারীর বোন শান্তা আক্তার বলেন, আমার ভাই পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি। সকালে বাংলামোটর এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন