শান্তিময় ও নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের নতুন যোগদান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে নারায়ণগঞ্জ শহরের যানজট, ফুটপাত দখল, মাদক, সন্ত্রাস, জেলার আইন-শৃঙ্খলা কমিটি গঠন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের আইনের আওতায় আনা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির জাতীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দীন আহমদ, মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভার বক্তব্য রাখতে গিয়ে বিএনপির জাতীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেন, ‘নারায়ণগঞ্জ একটি ব্যবসায়িক এবং ঐতিহ্যবাহী জেলা। বিগত সময়ে ইতিহাসের জগন্যতম সাত খুনের ঘটনা ঘটেছে এখানে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আশা করি এরকম আর হবে না। সবার প্রতি সমান অধিকার নিশ্চিত করতে হবে।’
নজরুল ইসলাম আজাদ বলেন, ‘যারা স্বৈরাচার সরকারের দোসর ছিলো তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিগত সময়ে যারা প্রশাসনে ছিলো তারা আওয়ামী লীগের উদ্দেশ্য হাসিল করেছে। আশা করছি এখনকার প্রশাসন জনগণের পক্ষে কাজ করবে। আমরা একটি সুন্দর মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নারায়ণগঞ্জে যোগদানের পর বিভিন্ন জনের সাথে কথা বলে বুঝতে পেরেছি এখানে অনেক সমস্যা। আমি মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা চাই। নারায়ণগঞ্জ একটি ঐহিত্যবাহী জেলা। কিন্তু নারায়ণগঞ্জের কথা শুনলেই একটা নেতিবাচক ধারণা আসে। সেই ধারণা দূর করতে চাই। আমরা সবাইকে নিয়ে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।’
বিডি প্রতিদিন/জামশেদ