গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে । এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ছাত্র। আহতের নাম মোবাশ্বের হোসেন (২৬)। তিনি নগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র। আহত মোবাশ্বের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার কর্মী বলে জানিয়েছেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার দিনভর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোবাশ্বের।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সতীর্থ কয়েকজনের সঙ্গে ওই এলাকায় অবস্থান করে আলোচনা করছিলেন তিনি। এসময় দুই যুবক একটি মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত হাড়িনালের দিকে পালিয়ে যায়। এতে ডান হাতের কনুইর নিচে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান মোবাশ্বের। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পথে গাজীপুর সরকারি মহিলা কলেজের সামনে আরও এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
পরে মোবাশ্বেরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মঞ্জুর মোরশেদ জানান, আহত মোবাশ্বেরকে ডান হাতের কনুইর নিচে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার চিকিৎসা চলছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ওই যুবকের হাতের পেশিতে গুলির প্লেট বিদ্ধ রয়েছে। প্লেটটি বের করার পর কোন ধরনের অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে, তা বলা যাবে।
বিডি প্রতিদিন/মুসা