পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় সংসদের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব বাংলাদেশ সরকারের হজ মেডিকেল টিমে অংশগ্রহণের জন্য ২৬ এপ্রিল সৌদি আরবে গমন করেছেন। তার অনুপস্থিতিতে সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব দবির উদ্দীন খান তুষারকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
হজ মেডিকেল টিমে রওনা হওয়ার আগে গত ২৬ এপ্রিল সংগঠনের সভাপতি এ কে এম মুসা লিটনের পরামর্শক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব লিখিতভাবে দবির উদ্দীন খান তুষারকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেন। চিঠিতে বলা হয়, এম-ট্যাবের প্রয়োজনীয় ও সাংগঠনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এই দায়িত্ব প্রদান করা হলো।
দবির উদ্দীন খান তুষার একজন সাবেক ছাত্রনেতা এবং এম-ট্যাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব।
দবির উদ্দীন খান তুষার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী সংগঠন এম-ট্যাবের পাশাপাশি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত আছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন