বরিশালের বানারীপাড়া পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগদান করতে আসার খবরে শিক্ষার্থীদের ছুটি দিয়ে প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সোমবার এ ঘটনা ঘটিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনকে ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় জিডি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। পুনরায় যোগদান করার জন্য কয়েকবার চেষ্টাও করেন তিনি। গুঞ্জন ছড়িয়ে পড়ে প্রধান শিক্ষক জামাল হোসেন পুনরায় যোগদান করতে আসবেন।
এ খবরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন স্কুল ছুটি দিয়ে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন এবং তিনিসহ সকল শিক্ষক-কর্মচারীরা চলে যান। চলে যাওয়ার সময় তারা জাতীয় পতাকাও নামিয়ে রেখে যাননি। দুপুর ১২টার দিকে এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন বলেন, দুটি ক্লাস (পাঠদান) শেষে স্কুল ছুটি দিয়ে তারা চলে যান।
বানারীপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর বলেন, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে স্কুলে তালা ঝুঁলিয়ে শিক্ষকদের চলে যাওয়া ঠিক হয়নি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই