হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই চীনা নাগরিকসহ মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চীনের হু জুনজুন (৩০), ঝাং লেইজি (৫৪) এবং বাংলাদেশের গাইবান্ধা জেলার মোহাম্মদ নয়ন আলি (৩০)। ঘটনার সূত্রপাত গত সোমবার রাতে।
জানা যায়, ওইদিন গাইবান্ধার শ্রাবন্তি আক্তার (১৯) নামের এক তরুণী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল প্রবেশপথ গোলচত্বরে উপস্থিত পুলিশ সদস্যদের কাছে অভিযোগ করেন তাকে চীনে পাচারের চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, হু জুনজুন ও ঝাং লেইজি নামের দুই চীনা নাগরিক তাকে জোরপূর্বক বিদেশে পাঠানোর চেষ্টা করছে। তার মৌখিক অভিযোগের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযুক্ত চীনা নাগরিকদের এপিবিএনের অফিসে নিয়ে আসে।
তদন্তে জানা যায়- ভুক্তভোগীর অজান্তেই তার নামে চীনের টিকিট কাটা হয় এবং বিএস ৩২৫ ফ্লাইটে তাকে পাচারের চেষ্টা করা হয়। এসময় পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে মানবপাচার প্রচেষ্টা ব্যর্থ করে দেয় আর নয়ন আলিকে গ্রেফতার করে। বুধবার (২৮ মে) ভুক্তভোগীর মা রাশিদা (৪৩) বাদী হয়ে বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, চীনা নাগরিকদের মাধ্যমে মানবপাচারের এটি দ্বিতীয় ঘটনা। আমরা লক্ষ্য করছি কিছু আন্তর্জাতিক চক্র স্থানীয় দালালদের সহযোগিতায় গ্রামের সহজ-সরল মেয়েদের টার্গেট করে চীনে পাচারের চেষ্টা চালাচ্ছে। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।
তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মানবপাচার প্রতিরোধে এপিবিএন নিরলসভাবে কাজ করছে। পাচারকারী চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ